এবার ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতে এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস । সোমবার ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ হুমকি দেয়া হয়।
বার্তায় বলা হয়, সিরিয়ায় বিমান হামলায় অংশগ্রহণকারী দেশগুলোকে প্যারিসের ভাগ্য বরণ করতে হবে। একজন বলছে, গত শুক্রবার ফ্রান্সের কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ইসলামিক স্টেটের (আইআস) হাতে একই পরিণাম ভোগ করবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভিডিওটির নির্ভরযোগ্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি ।
এর আগে গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি স্থানে হামলায় ১২৯ জন নিহত হন। আহত হন কয়েক শ’। ওই হামলায় দায় স্বীকার করে আইএস।
এসকেডি/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস