ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১

চার বছর আগে ক্ষমতাগ্রহণের সময় যেমন তোলপাড় তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিদায়বেলায়ও সমান আলোচনায় তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দুবার অভিশংসনের লজ্জায় পড়েছেন তিনি। বৃহস্পতিবার দিনভর আলোচনা ছিল এ নিয়ে। করোনাভাইরাস, ইরান, তুরস্ক, ভারতের বিভিন্ন ঘটনাও ছিল খবরের শিরোনামে। জেনে নিন এমন কিছু সংক্ষিপ্ত সংবাদ-

দ্বিতীয়বার অভিশংসনের লজ্জায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলায় উসকানি দেয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। এ প্রক্রিয়ায় রিপাবলিকান সদস্যরাও যোগ দিয়েছেন ডেমোক্র্যাটদের পক্ষে। বুধবার ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসিত করা হয়।

ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই হলেন একমাত্র প্রেসিডেন্ট, যিনি দুবার অভিশংসনের লজ্জায় পড়লেন। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদে অভিশংসনের সম্মুখীন হন তিনি।

ইরাক-আফগানের চেয়ে ওয়াশিংটন সামলাতে বেশি সেনা লাগছে যুক্তরাষ্ট্রের
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান সামনে রেখে ওয়াশিংটনে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, যা ইরাক ও আফগানিস্তানে মোতায়েন মোট মার্কিন সেনার প্রায় দ্বিগুণ। মুসলিমপ্রধান দেশ দুটিতে বর্তমানে পাঁচ হাজারের মতো সেনা রয়েছে যুক্তরাষ্ট্রের।

ইতোমধ্যে ওয়াশিংটনে ৬ হাজার ২০০ জন গার্ড সদস্য পৌঁছেছেন। রাজধানীর ‘শান্তিরক্ষা’য় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে বাকি সদস্যরাও আসতে শুরু করেছেন। আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথগ্রহণের আগেই বাকি নিরাপত্তা সদস্যরা ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন।

একাত্তরে যুদ্ধজয়ে ‘সোনালি বিজয়বর্ষ’ পালন করবে ভারত
‘ভেটেরানস ডে’ উপলক্ষে দেয়া এক বক্তব্যে ভারতীয় সেনাপ্রধান এমএম নারাভানে বলেছেন, অনেক প্রবীণ সেনা কর্মকর্তাই অসন্তোষ প্রকাশ করেছেন যে, ১৯৭১ সালের যুদ্ধের ৫০ বছরপূর্তিকে নাকি তেমন গুরুত্ব দেয়া হচ্ছে না। আমি সবাইকে জানিয়ে দিতে চাই, এই বছরজুড়ে আমরা ‘সোনালি বিজয়বর্ষ’ পালন করতে চলেছি। এ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন আয়োজন করা হবে।

এসময় ভারতীয় সেনাপ্রধান ঘোষণা দেন, ১৯৭১ সালের যুদ্ধ স্মরণে দিল্লিতে অবস্থিত জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এটি তৈরি হবে যুদ্ধে সাহসিকতা পুরস্কারজয়ীদের গ্রাম থেকে সংগ্রহ করা মাটি দিয়ে।

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
চট্টগ্রাম বন্দরে তুরস্কের ব্যবসায়ীদের বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে এবং তারা সেই সুযোগ গ্রহণে ক্রমেই আগ্রহী হয়ে উঠছেন। গত বুধবার ঢাকায় তুর্কি দূতাবাসের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে তুরস্কের দূতাবাস বলেছে, বাংলাদেশের ঐতিহাসিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে তুর্কি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। আশা করা হচ্ছে, তুরস্কের শীর্ষস্থানীয় এলপিজি সংস্থা আয়গাজ এএস প্রথমেই সুযোগটি নেবে।

এবার স্ন্যাপচ্যাটে স্থায়ীভাবে নিষিদ্ধ হলেন ট্রাম্প
ক্যাপিটলে হামলার ঘটনার পর একের পর এক সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধ হয়ে যাচ্ছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট। মাল্টিমিডিয়া মেসেজ প্লাটফর্ম স্ন্যাপচ্যাট গত সপ্তাহে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। বুধবার তা স্থায়ী রূপ নিয়েছে।

স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, মিথ্যা তথ্য ও ঘৃণা ছড়ানো এবং সহিংসতায় উসকানি দেয়া আমাদের নীতিমালার পরিষ্কার লঙ্ঘন। তাই এসব অভিযোগের প্রেক্ষিতে জনস্বার্থে আমরা ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

করোনায় মৃত্যু ২০ লাখ ছুঁই ছুঁই, সুস্থ ৬ কোটি ৬৩ লাখ
বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সবশেষ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ৮৪৫ জনে। এতে মারা গেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন আর সুস্থ হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ১৯ জন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা যায়।

জাতিসংঘে আরএসএস’কে নিষিদ্ধের দাবি পাকিস্তানের
ভারতের ক্ষমতাসীন বিজেপি সমর্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস’কে ‘হিংসাত্মক চরমপন্থী দল’ অ্যাখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম এ দাবি জানান।

তিনি বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরএসএস অত্যন্ত বিপজ্জনক। এধরনের হিংসাত্মক মৌলবাদী এবং চরমপন্থী সংগঠন থেকেই পাল্টা হিংসার জন্ম হয়, যা আইএসএস-আল কায়েদার মতো সংগঠনগুলোকে প্রশ্রয় দেয়ার সমান।

চীনের টমেটো-তুলায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের জোরপূর্বক কাজ করানোর মাধ্যমে যেসব পণ্য তৈরি হচ্ছে, সেগুলো আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কাস্টমস ও সীমান্ত রক্ষা বিভাগ থেকে টমেটো ও তুলা জাতীয় পণ্যের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যে এটা নিশ্চিত হওয়া গেছে যে, বন্দিদের মাধ্যমে জোর করে কাজ করানো হচ্ছে। তাদের ঋণের ফাঁদে আটকে ফেলা হচ্ছে, চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের সঙ্গে চীন সরকারের আচরণেরও কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

বিদায়বেলায় ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা
ক্ষমতা ছাড়ার মাত্র এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার শিকার হয়েছে ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর নির্দেশ বাস্তবায়নকারী একটি সংস্থা এবং অন্যটি আস্তান কুদস রাজাভি। মার্কিন প্রশাসন দাবি করছে, এই দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ করে থাকে।

চীন যাওয়ার পথে করোনা পজিটিভ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২ প্রতিনিধি
করোনাভাইরাসের উৎস সম্পর্কে তদন্ত করতে সম্প্রতি চীনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গবেষক দল। কিন্তু করোনা পজিটিভ থাকায় দেশটিতে ঢুকতে পারেননি দলটির দুই সদস্য।

১৫ জন বিজ্ঞানীর একটি দল চীনে পৌঁছানোর কথা থাকলেও সেখানে পৌঁছেছেন ১৩ জন। দলটির সবাই নিজ নিজ দেশ ত্যাগের আগে করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেখানে নেগেটিভ আসার পরেই রওয়ানা দিয়েছিলেন তারা। মাঝপথে সিঙ্গাপুরে বিরতি নেন সবাই। সেখানে আবারও পরীক্ষা করানো হয় তাদের। নিউক্লিইক অ্যাসিড টেস্টে সবার ফলাফল নেগেটিভ আসলেও দুই সদস্যের করোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

কেএএ/জেআইএম