প্যারিস হামলায় শরণার্থী জড়িত!
ফ্রান্সের রাজধানী প্যারিসের বাতা ক্লঁন কনসার্ট হলে হামলাকারী আরো একজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। সার্বিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হামলাকারীর নাম আহমেদ আল মুহামদ। শুক্রবার কনসার্ট হলে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে এই আত্মঘাতী হামলাকারী।
ব্লিস নিউজপেপারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মাসে আহমেদ আল মুহামদ নামের ওই শরণার্থী গ্রিস হয়ে ইউরোপে পৌঁছায়। সে সময় তার সঙ্গে আরো এক বোমা হামলাকারী ইউরোপে পাড়ি জমায়।
শুক্রবার সন্ধ্যায় প্যারিসের ছয়টি স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত তিন শতাধিক। এ ঘটনায় সাত হামলাকারীও নিহত হয়েছে। ওই হামলায় সন্ত্রাসীদের তিনটি দল জড়িত ছিল বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
এর আগে ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়, ওমর ইসমাইল মোস্তাফি নামে এক তরুণ হামলায় অংশ নিয়েছে। ২৯ বছর বয়সী এই তরুণ প্যারিসের দক্ষিণের কোরকোরন্নেস শহরের বাসিন্দা। এই তরুণের বিরুদ্ধে সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। বাঁটা ক্লন কনসার্টে হামলাকারীদের আঙ্গুলের ছাপের মাধ্যমে ওই তরুণকে চিহ্ণিত করা হয়েছে।
গণমাধ্যমে মোস্তাফির নাম প্রকাশের পর তার বাবা, ভাই ও একজন অজ্ঞাত নারীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া তাদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে ওই তরুণের বড় ভাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইসমাইলের সঙ্গে দীর্ঘদিন ধরে তার কোনো যোগাযোগ নেই।
শুক্রবারের ওই ভয়াবহ হামলার পর এ নিয়ে সন্দেহভাজন দুজনের নাম প্রকাশ করা হলো। এ দুই আত্মঘাতী হামলাকারী ওই হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল।
প্যারিসে ভয়াবহ এই হামলার বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বের বিভিন্ন দেশে এ ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। এছাড়া হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
এসঅাইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার