ইয়েমেনে জোড়া ঘূর্ণিঝড়ে নিহত ২৬
ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে এক সপ্তাহে দুটি ঘূর্ণিঝড়ে ২৬ জন নিহত ও হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ শনিবার এক বিবৃতিতে জানায়, গ্রীষ্মমন্ডলীয় ঝড় চাপালা ও মেঘ চলতি মাসে ইয়েমেনের ভূখন্ড থেকে ৩৫০ কিলোমিটার দূরে আরব সাগরের সকোতরা দ্বীপে আঘাত হানে।
জাতিসংঘের মানবিকতা বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানায়, দুটি ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শাবওয়া ও হাদরামাতে ৬ হাজার ৪শ’র বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেড় হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, আরব উপদ্বীপে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় সাধারণত তৈরি হয় না। তবে সাম্প্রতিক দুটি ঘূর্ণিঝড় একটি ব্যতিক্রমী ঘটনা।
ওসিএইচএ আরো জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো সকোতরা দ্বীপে কমপক্ষে ১৭টি উড়োজাহাজ ভর্তি করে মানবিক সহায়তা পাঠিয়েছে।
গত বছর ইরান সমর্থিত বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল এবং পরে অন্যান্য এলাকায় অগ্রসর হওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে।
একে/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার