ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০

প্রকাশিত: ০৫:০৯ এএম, ১৫ নভেম্বর ২০১৫

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় স্ট্রাসবুর্গ শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অনন্তত ৩২ জন। শনিবার এই ঘটনাটি ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, দ্রুতগতির প্যারিস-স্ট্রাসবুর্গ লাইনে পরীক্ষামূলকভাবে রেল চলাচলের সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই ট্রেনে রেলওয়ের ৪৯ জন কারিগর ছিলেন। লাইনচ্যুতির পর ট্রেনটিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে ট্রেনটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়।

কর্মকর্তারা জানান, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

ফ্রান্সে এমন একসময় এই দুর্ঘটনা ঘটল, যখন ভয়াবহ সন্ত্রাসী হামলায় শত শত হতাহতের ঘটনায় গোটা জাতি জাতীয়ভাবে শোক পালন করছে। গত শুক্রবার রাতে দেশটির রাজধানী প্যারিসের অন্তত ছয়টি স্থানে প্রায় একই সময় হামলা হয়। এতে শতাধিক নিহত এবং কয়েক শ আহত হয়। নিহতদের মধ্যে সাত হামলাকারীও ছিল।

এসকেডি/এমএস