ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লোরেটা লিঞ্চ নতুন মার্কিন এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৮ নভেম্বর ২০১৪

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির নতুন এ্যাটর্নি জেনারেল হিসেবে লোরেটা লিঞ্চকে মনোনয়ন দিয়েছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটর লোরেটা বিদায়ী এ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারের স্থলাভিষিক্ত হবেন।

যদি মার্কিন সিনেটে লোরেটার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয় তাহলে তিনিই প্রথম আফ্রিকান-আমেরিকান নারী, যিনি মার্কিন বিচার বিভাগের প্রধান হবেন। ছয় সপ্তাহ আগে পদত্যাগ করা এরিক হোল্ডার ছিলেন প্রথম আফ্রিকা-আমেরিকান বংশোদ্ভূত মার্কিন এ্যাটর্নি জেনারেল।

শনিবার লোরেটা লিঞ্চকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন আর্নেস্ট এক বিবৃতিতে জানিয়েছেন, লোরেটা দৃঢ় মানসিকতার একজন স্বাধীন প্রসিকিউটর, যিনি দুইবার গুরুত্বপূর্ণ দুইটি মার্কিন এ্যাটর্নি অফিস পরিচালনা করেছেন।

মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে বিরোধী দল রিপাবলিকান মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ার পর পরই লোরেটার মনোনয়নের খবর জানাল হোয়াইট হাউস। -বিবিসি