ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বছরের শেষ পূর্ণিমা ‘উলফ মুন’ এর ছবি প্রকাশ করলো নাসা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:১৩ এএম, ০১ জানুয়ারি ২০২১

দুই পাহাড়ের মধ্য দিয়ে উঁকি দিচ্ছে বিশাল এক চাঁদ। বুধবার (৩০ ডিসেম্বর) এ রকম একটি চাঁদের ছবি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে।

নাসার পক্ষ থেকে এই ছবি পোস্ট করে জানানো হয়েছে, এটি ‘উলফ মুন’-এর ছবি। বুধবার থেকে শুরু হয়েছে এ বছরের শেষ উলফ মুন। উলফ মুন নিয়ে সেখানে তারা বিস্তারিত লিখেছে।

ইনস্টাগ্রাম পোস্টে তারা লিখেছে, ‘বছরের শেষ পূর্ণিমা। পৃথিবীর চিরকালের ভালো বন্ধু আরও কাছে এসে ধরা দিয়েছে। বিভিন্ন জাতি বিভিন্ন সময়ে এই পূর্ণিমার চাঁদের বিভিন্ন নাম দিয়েছে। সে রকমই অ্যালগোকুইন নামের এক জাতির দেয়া নাম ‘উলফ মুন’। প্রচণ্ড ঠাণ্ডায় চাঁদনি রাতে ক্ষুধার জ্বালায় নেকড়ের চিৎকার থেকে এই নাম নেয়া হয়েছে।’

এআরএ