ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মেক্সিকোর ৪৩ শিক্ষার্থীকে হত্যার `স্বীকারোক্তি` সন্ত্রাসীদের

প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৮ নভেম্বর ২০১৪

মেক্সিকোয় নিখোঁজ ৪৩ শিক্ষার্থীকে হত্যার কথা স্বীকার করেছে সন্দেহভাজন মাদক চোরকারবারী দলের সদস্যরা। দেশটির অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো একথা জানিয়েছেন। ছয় সপ্তাহ আগে ওই শিক্ষার্থীরা নিখোঁজ হয়।

জেসাস জানান, তিনটি মাদক চোরাকারবারী দলের সদস্যদের দাবি, পুলিশ ওইসব শিক্ষার্থীদের তাদের হাতে তুলে দিয়েছিল। এদের মধ্যে কাউকে শ্বাসরোধ করে এবং কাউকে গুলি করে হত্যা করে তারা। এরপর আগুন দিয়ে মৃতদেহ পুড়িয়ে দেয়।

গত ২৬ সেপ্টেম্বর ইগুলা শহরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের সময় ওই ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হয়। শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে সম্প্রতি গুয়েরিরস ইউনিডসের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। তারাই এসব কথা জানিয়েছে।