প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ৩০
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাতে শহরের কয়েকটি এলাকায় এবং স্টেড দ্য ফ্রান্স স্টেডিয়ামে প্রায় একই সময় ওই হামলাগুলো ঘটে। ফ্রান্সের পুলিশের বরাত দিয়ে বিবিসি ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
খবরে জানানো হয়, শুক্রবার রাতে কম্বোডিয়ার একটি রেস্টুরেন্টে বন্দুক নিয়ে হামলা চালায় এক দুর্বৃত্ত্ব। এতে কমপেক্ষ ১৪ জন নিহত হয়। পরে বন্দুকধারী সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পূর্ব প্যারিসের বাটাক্লান কনসার্ট হলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়। এ সময় প্রায় ৬০ জনকে জিম্মি করা হয়।
এছাড়া জার্মানির বিপক্ষে ফ্রান্সের ফুটবল টিমের খেলা চলার সময় স্টেড দ্য ফ্রান্স নামের স্টেডিয়ামটিতে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ স্টেডিয়ামে খেলা দেখছিলেন।
তবে দেশটির পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
আরএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার