ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ধর্ম বদলে বিয়ে করা দুই তরুণীর পাশে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৭ ডিসেম্বর ২০২০

‘লাভ জেহাদ’ নিয়ে যখন বেশ আলোচনা-সমালোচনা চলছে, তখন এর মধ্যেই ধর্ম বদলে বিয়ে করেছেন ভারতের উত্তরপ্রদেশের দুই মুসলিম তরুণী। তবে তারা পাশে পেয়েছেন পুলিশকে। তাদের সুরক্ষা দেয়ার নিশ্চয়তার পাশাপাশি পুলিশ জানিয়েছে, এই দুটি ঘটনার সাথে ‘লাভ জেহাদের’ কোনও সম্পর্ক নেই।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি উত্তরপ্রদেশের বেরিলি জেলার রিথাউরা ও বহেদি এলাকায় দুই মুসলিম তরুণী হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন। রিথাউরার তরুণীর ভাই পুলিশের কাছে অভিযোগ করেছেন, তার বোন গত ২২ ডিসেম্বর মহল্লার একটি হিন্দু ছেলের প্রলোভনে পড়ে তার সাথে পালিয়ে যান। তার বোন বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে গেছেন বলেও তার অভিযোগ।

তবে পুলিশের দাবি, তার বোন ভিডিও কলে তার বয়সের নথি পুলিশকে দেখিয়েছেন। তিনি প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করে মন্দিরে গিয়ে বিয়ে করেছেন। এর সঙ্গে ‘লাভ জেহাদের’ কোনও সম্পর্ক নেই। পুলিশ পরে তরুণীর অভিভাবক ও স্বামীকে ডেকে পাঠায়। দুই পক্ষই পুলিশের কাছে জানায়, পরস্পরের বিরুদ্ধে তাদের আর কোনও অভিযোগ নেই।

এদিকে, বহেদি এলাকার তরণীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তার পরিবারের অভিযোগ, দুই ব্যক্তি জোর করে তাকে ধর্মান্তরিত করে ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। বাড়ি থেকে ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার সঙ্গে করে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তার বাবা।

এই নতুন দম্পতিকে ডাকা হলে তারা কাগজপত্র নিয়ে পুলিশের কাছে যান। তারা পুলিশকে জানান, তারা প্রাণের ভয়ে জেলা ছেড়ে চলে যাচ্ছেন। তবে পুলিশ জানিয়েছে, তারা চাইলে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার বেআইনি ধর্ম বদল সংক্রান্ত অর্ডিন্যান্স-২০২০ চালু করে জানায়, জোর করে বা শুধুমাত্র বিয়ের জন্য ‘অসৎ উদ্দেশ্যে’ ধর্ম বদল করা যাবে না। এটা ‘লাভ জেহাদ’।

ইএ/এমএস