ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আট কোটি ছাড়াল করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৬ ডিসেম্বর ২০২০

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই করোনায় সংক্রমণ আট কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলেছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা আট কোটি দুই লাখ সাত হাজার ১৫৫।

করোনা সংক্রমণে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন মোট ১৭ লাখ ৫৭ হাজার ৬৪০ জন। তবে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত সারাবিশ্বে পাঁচ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৫২১ জন করোনাকে জয় করে বাড়ি ফিরে গেছে।

গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯২ লাখ ১০ হাজার ৪৬৬। এর মধ্যে মারা গেছে তিন লাখ ৩৮ হাজার ২৬৩ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ১২ লাখ ৫৭ হাজার ৭১১ জন।

করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক কোটি এক লাখ ৬৯ হাজার ৮১৮। এর মধ্যে মারা গেছে এক লাখ ৪৭ হাজার ৩৭৯ জন। তবে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লাখ ৩৯ হাজার ৩৮২ জন।

এদিকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৪৮ হাজার ৫৬০। এর মধ্যে মারা গেছে এক লাখ ৯০ হাজার ৫১৫ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৬৪ লাখ ৫৯ হাজার ৩৩৫ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৯২ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছে ৫৩ হাজার ৬৫৯ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৩ লাখ ৯৮ হাজার ২৫৪ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪৭ হাজার ৭৭১। এর মধ্যে মারা গেছে ৬২ হাজার ৪২৭ জন। তবে ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে এক লাখ ৮৯ হাজার ৪৪৫ জন।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২১ হাজার ৩১২। এর মধ্যে মারা গেছে ৭০ হাজার ১৯৫ জন।

ইউরোপে মৃত্যুতে সর্বোচ্চ পর্যায়ে থাকা ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৮ হাজার ৩৫৪। এর মধ্যে মারা গেছে ৭১ হাজারের বেশি মানুষ। স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৯ হাজার ৬১০। এর মধ্যে মারা গেছে ৪৯ হাজার ৮২৪ জন।

আর্জেন্টিনায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৫৫৪। এর মধ্যে মারা গেছে ৪২ হাজারের বেশি মানুষ। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৩ লাখ ৮৪ হাজার ২৭৭ জন।

বিএ/এমএস