ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাসপাতালে ‘বর্ণবাদী’ আচরণের শিকার হয়ে মার্কিন চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৬ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও বর্ণবাদী আচরণের শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ নারী। ওই নারী নিজেও একজন চিকিৎসক ছিলেন।

অসুস্থ অবস্থায়ও বর্ণবাদী আচরণের শিকার ওই নারীর নাম ড. সুসান মুর। গত রবিবার তার মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হেলথ হসপিটালে (আইইউ নর্থ) চিকিৎসাধীন অবস্থায় গত ৪ ডিসেম্বর ওই নারী একটি ভিডিও প্রকাশ করেছিলেন অনলাইনে। সেখানে তিনি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ করেন। তিনি বলেন, নিজে চিকিৎসক হওয়া সত্ত্বেও ‘কালো হওয়ার কারণে’ কর্তব্যরত চিকিৎসক তাকে সেবা দেননি।

ভিডিওতে সুসান অভিযোগ করেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত রেমডিসিভির পেতেও তাকে রীতিমতো অনুনয়-বিনয় করতে হয়েছে। পাশাপাশি, যন্ত্রণা থাকার পরেও ওই চিকিৎসক তাকে হাসপাতালে না রেখে বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছিলেন।

তিনি বলেন, ‘তার (অভিযুক্ত চিকিৎসক) আচরণে মনে হয়েছিল আমি যেন মাদকাসক্ত। যদিও তিনি জানতেন আমি একজন চিকিৎসক।’

সুসান তাদের হাসপাতালে ভর্তি থাকার কথা আইইউ নর্থের একজন মুখপাত্র গণমাধ্যমকে নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে রাজি হননি।

ওই মুখপাত্র বলেন, একটি প্রতিষ্ঠান অবশ্যই সমতা নিশ্চিত করতে দায়বদ্ধ এবং স্বাস্থ্যসেবায় বর্ণবৈষম্য দূর করাও তাদের দায়িত্ব।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই হাসপাতালের প্রেসিডেন্ট ও সিইও ডেনিস এম. মারফি অবশ্য নিজেদের পক্ষেই সাফাই গেয়েছেন।

এসএস/এমএস