কৃষক আন্দোলনের মধ্যেই শিখ মন্দিরে আকস্মিক সফরে মোদি
ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তখনই দিল্লিতে এক শিখ মন্দিরে আকস্মিক সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার শিখ মন্দিরে গিয়ে মোদি পূজা দিয়েছেন ও দর্শনার্থীদের সঙ্গে ছবিও তুলেছেন। খবর রয়টার্সের।
নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের সংস্পর্শ থেকে সবসময়েই দূরে থাকতে প্রধানমন্ত্রী মোদিকে। তবে গুরুদুয়ারা রাকাব গাঞ্জ সাহিব মন্দিরের এই সফরে গিয়ে মোদি শিখ ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপ করেন এবং দর্শনার্থীরা ছবি তুলতে চাইলে তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি।
ভারতে চলমান কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে মূলত শিখরাই। পাঞ্জাব ও হরিয়ানা থেকে এসে কৃষকরা নয়াদিল্লির মহাসড়ক বন্ধ করে দিয়ে গত তিন সপ্তাহ ধরে আন্দোলন করছেন। তাদের দাবি, নতুন পাস হওয়া কৃষি আইন বাতিল করতে হবে।
নতুন এই কৃষি আইন সম্পর্কে কৃষকরা বলছেন, এর ফলে সরকার নিয়ন্ত্রিত পাইকারি বাজারে পণ্যের ন্যূনতম মূল্যের নিশ্চয়তা আর থাকবে না। এতে তাদের আয় কমে যাবে এবং প্রাইভেট কোম্পানিগুলো বেশি সুবিধা পাবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই আইনের ফলে কৃষি বাজার আরও সম্প্রসারিত হবে এবং সংরক্ষণাগারসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ঘটবে।
নরেন্দ্র মোদি যে শিখ মন্দির গিয়েছেন তার অবস্থান ভারতের সংসদ ভবনের কাছাকাছি। এই মন্দিরে শিখ ধর্মগুরু তেগ বাহাদুরকে দাহ করা হয়েছিল। সফর সম্পর্কে মোদি টুইটার পোস্টে লিখেছেন, ‘আমি অত্যন্ত ধন্য বোধ করেছি।’
বিজেপি দলের সদস্য ও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা মোদির এই সফরকে স্বাগত জানিয়েছেন। মোদি সেখানে একজন সাধারণ মানুষের মতো কোনো বিধিনিষেধ ছাড়াই সফরে গিয়েছেন বলে তারা উল্লেখ করছেন।
এমকে/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
- ২ পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে পাকিস্তানে তুলকালাম, দফায় দফায় সংঘর্ষ
- ৩ ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থী-কর্মীদের যুক্তরাষ্ট্রে ফেরার পরামর্শ
- ৪ পাকিস্তান সরকারকে মানবাধিকার রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৫ মিশরে লোহিত সাগর উপকূলে পর্যটকবাহী নৌকাডুবি, ১৬ জন নিখোঁজ