ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আইএস জঙ্গিদের হটাতে সিনজারে কুর্দি অভিযান

প্রকাশিত: ১০:৫৭ এএম, ১২ নভেম্বর ২০১৫

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলের সিনজার শহরের পুনর্দখল নিতে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি যোদ্ধারা ব্যাপক বিমান হামলা শুরু করেছে। বৃহস্পতিবার কুর্দি আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

আইএসের বিরুদ্ধে এ অভিযানে অন্তত সাড়ে ৭ হাজার পেশমার্গা যোদ্ধা ও স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। তারা সিনজার শহরের তিন দিক হামলা চালাচ্ছেন। খুব শিগরিরই তারা শহরটি আইএস দখলমুক্ত করতে পারবেন বলে জানিয়েছেন।

শহরটির মূল কেন্দ্রে প্রবেশের চেষ্টা চালাচ্ছে পেমমার্গা যোদ্ধারা। অভিযানে নেতৃত্ব দেয়া মেজর জেনারেল সেমি বুসাল বলেন, লক্ষ বস্তুতে বিমান হামলা চালানো হচ্ছে।

আল জাজিরার একজন প্রতিবেদক ইরবিল শহর থেকে জানান, বুধবার সন্ধ্যা থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট ওই শহরটিতে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে। একই সঙ্গে পেশমার্গা ও ইয়াজিদি যোদ্ধারা আইএসের বিরুদ্ধে স্থল অভিযানে অংশ নিয়েছে।

গত বছর আইএস জঙ্গিরা হামলা চালিয়ে সরকারি বাহিনীকে হটিয়ে দিয়ে সিনজার শহরের দখল নেয়। তবে আইএসের দখলমুক্ত করতে বেশ কয়েকদিন লাগতে পারে বলে অভিযানে অংশ নেয়া এক সেনা কর্মকর্তা জানিয়েছেন।

এসআইএস/পিআর