ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে বন্যায় ৪৫ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১২ নভেম্বর ২০১৫

ভারতের তামিলনাড়ু প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় গত তিন দিনে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে তিনশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রাকৃতিক এই দুর্যোগে কুদ্দালোর জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত এ জেলায় ২৭ জন মারা গেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন এলাকায় আরো ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বৃষ্টিপাতের কারণে ১০৮টির মতো গবাদি পশু ও হাঁসমুরগী মারা গেছে। বৃষ্টিপাতের এ ঘটনায় মারা যাওয়া গরু, ছাগল ও হাঁস-মুরগির মালিকদের ত্রাণ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার।

গরুর মালিকদের প্রত্যেককে ২০ হাজার রুপি, ছাগলের মালিকদের প্রত্যেককে ২ হাজার রুপি এবং হাঁস-মুরগির মালিকদের প্রত্যেকে ১০০ রুপি করে সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা বৃষ্টিপাতের কারণে যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

এসআইএস/আরআইপি