ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নিহত ইরানি পরমাণু বিজ্ঞানীকে সামরিক পদক দিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০

ইরানে সম্প্রতি নিহত শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে সম্মানজনক সামরিক পদক প্রদান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রবিবার ফাখরিজাদেহর পরিবারের কাছে এই পদক হস্তান্তর করা হয়েছে। খবর এনডিটিভির।

গত ২৭ নভেম্বর বোমা ও বন্দুক হামলায় ইরানের একটি প্রধান সড়কে নিহত হন ফাখরিজাদেহ। ইরান এই হত্যায় ইসরায়েলকে দায়ী করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ‘অর্ডার অব নাসর’ নামে এই প্রথম শ্রেণির পদকে খামেনির স্বাক্ষর খচিত রয়েছে। ফাখরিজাদেহর পরিবারের কাছে পদকটি তুলে দেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি।

বাঘেরি বলেন, ‘ইরানের ইসলামিক বিপ্লব ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় সম্মান হিসেবে এই স্বীকৃতি।’ তিনি আরও বলেন, সামরিক বাহিনীকে সহায়তা ও অবদানের জন্য এই সর্বোচ্চ পদক প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি ফাখরিজাদেহর মৃত্যুর পর তাকে উপমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক উদ্ভাবন ও গবেষণা সংস্থার প্রধান বলে উল্লেখ করেন। বিশেষত পরমাণু প্রতিরক্ষায় ফাখরিজাদেহর অবদানের ওপর জোর দেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ২০১৮ সালে মোহসেন ফাখরিজাদেহকে ইরানের পরমাণু অস্ত্র প্রকল্পের প্রধান বলে উল্লেখ করেছিলেন। তবে ইরান বরাবরই পরমাণু প্রকল্পের কথা অস্বীকার করে আসছে।

বিজ্ঞাপন

এমকে/জেআইএম

বিজ্ঞাপন