বিমান ওড়ার আগ মুহূর্তে পাখায় উঠে পড়লেন তিনি
যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান শনিবার লাস ভেগাস বিমানবন্দর থেকে ওড়ার প্রস্তুতির সময় এক ব্যক্তি বিমানটির পাখায় উঠে পড়েন। পুলিশ সেই ব্যক্তিকে আটক করেছে। খবর সিএনএনের।
১৩৬৭ নম্বর ফ্লাইটের বোয়িং ৭৩৭’এস বিমানটি লাস ভেগাস থেকে পোর্টল্যান্ডে যাওয়ার জন্য ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। পাইলট হঠাৎ খেয়াল করেন এক ব্যক্তি রানওয়ে ধরে বিমানের দিকে এগিয়ে আসছেন। তিনি সঙ্গে সঙ্গেই কন্ট্রোল টাওয়ারে এ ঘটনা জানান।
এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বিমানের পাখায় বসে আছেন আবার উঠে হাঁটাহাঁটি করছেন। এরপর তিনি তার জুতা ও মোজা খুলে ফেলে পাখার বাঁকানো অংশের (উইংলেট) ওপর ওঠার চেষ্টা করেন। তখন পুলিশ এসে তাকে ধরতে গেলে তিনি উইংলেট থেকে নেমে মেঝেতে পড়ে যান।
বেলা ১টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরের কর্মীরা ওই ব্যক্তিকে বেড়া ডিঙ্গিয়ে প্রবেশ করতে দেখে।
বিমানবন্দরের মুখপাত্র জো র্যাচেল জানান, পুলিশ তাকে আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেবায় পাঠিয়েছে।
এ ঘটনার পর বিমানটি পরীক্ষা করে দেখার জন্য ফেরত পাঠানো হয়। ফ্লাইটের সময় দুপুর ১২টা ৩০ মিনিট এ থাকলেও দেরির কারণে বিমানবন্দর ত্যাগ করতে বিমানটির বিকেল ৪টা ৪০ মিনিট বেজে যায়।
এমকে/এমকেএইচ