ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লাদেন হত্যা নিয়ে বিতর্ক

প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৭ নভেম্বর ২০১৪

আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন কার গুলিতে নিহত হয়েছেন তা নিয়ে পরস্পর বিরোধী দাবি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের এলিট কমান্ডো বাহিনী ‘নেভি সীল’ এর সাবেক সদস্য রবার্ট ও নীল ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন যে তিনিই ওসামা বিন লাদেনকে গুলি করেন। কিন্তু তার আগে ২০১২ সালে একই দাবি করেন নেভি সীলের আরেক সদস্য ম্যাট বিসোনেট তার লেখা এক বইতে।

পাকিস্তানের সামরিক শহর আ্যাবোটাবাদের এক বাড়িতে ২০১১ সালে ঝটিকা অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে নেভি সীলের কমান্ডোরা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ম অনুযায়ী নেভি সীলের সদস্যরা তাদের অভিযানের কোন তথ্য কখনো প্রকাশ করতে পারেন না। কিন্তু এদের দুজনেই এই নিয়ম ভেঙ্গে ওসামা বিন লাদেনকে হত্যার কৃতিত্ব দাবি করেন।

নেভি সীল (সী-এয়ার-ল্যান্ড) হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে চৌকষ সদস্যদের নিয়ে গঠিত কমান্ডো দল। খুবই গোপন এবং গুরুত্বপূর্ণ অভিযানের জন্য এই কমান্ডোদের ব্যবহার করা হয়। -বিবিসি