ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্ক উপকূলে নৌকাডুবে ১৪ অভিবাসীর মৃত্যু

প্রকাশিত: ১০:৩৫ এএম, ১১ নভেম্বর ২০১৫

তুরস্কের উপকূল থেকে গ্রিসের লেসবোস দ্বীপের দিকে যাওয়ার পথে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় আরো ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দোগান নিউজের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

লেসবোসের দ্বীপের কাছে অভিবাসীদের বহনকারী কাঠের নৌকাটি ডুবে গেলে এ হতাহতে ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। তবে তুরস্কের কোস্টগার্ড কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার অভিবাসী তুরস্ক থেকে ইউরোপের দিকে পারি জমাচ্ছেন। এদের অধিকাংশই যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে পালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন।

এসআইএস/এমএস