ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে স্যাটেলাইট জিস্যাট-১৫’র সফল উৎক্ষেপণ

প্রকাশিত: ০৮:৫০ এএম, ১১ নভেম্বর ২০১৫

ইউরোপিয়ান আরিয়ান ভিএ-২২৭ উৎক্ষেপণ যন্ত্রের মাধ্যমে যোগাযোগ স্যাটেলাইট জিস্যাট-১৫ সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। বুধবার ভোরে এ স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হন তারা।

জানা যায়, তিন হাজার ১৬৪ কেজি ওজনের জিস্যাট-১৫ কু-ব্যান্ডে যোগাযোগ যন্ত্রাংশ এবং এল ওয়ান ও এল ফাইভ পরিচালনার জন্য একটি জিপিএস এইডেড জিইও আগমেনেটেড নেভিগেশন (জিএজিএএন) বহন করছে স্যাটেলাইটটি।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, গতরাত (মঙ্গলবার দিনগত রাত) নির্ধারিত ৩টা ০৪মিনিটে আরিয়ান ৫ উৎক্ষেপণ যানটি লঞ্চপ্যাড ত্যাগ করে। এর ৪৩ মিনিট ২৪ সেকেন্ড পর জিস্যাট-১৫ আরিয়ান ৫ আপার স্টেজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
 
ইসরো আরও জানায়, জিএজিএএন পেলড বহনকারী তৃতীয় স্যাটেলাইট হল জিস্যাট-১৫। এর আগে জিস্যাট-৮ ও জিস্যাট-১০ এ করে এটি পাঠানো হয়েছিল।

আরএস/আরআইপি