ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাকিব হাসান রাফি | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২০

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির বর্তমান সরকারের মুখপাত্র মার্কো মিলিচ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত দুই দিন আগে প্লেনকোভিচের স্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর তাদের দুজনকেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। গত সোমবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আন্দ্রেই প্লেনকোভিচ আবারও করোনা টেস্ট করান। পরে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

মার্কো মিলিচ জানান, করোনা পজিটিভ হলেও প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ শারীরিকভাবে এখনও সুস্থবোধ করছেন। তাই পরবর্তী ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি বাসায় থেকেই প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোসও করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন।

এদিকে দ্বিতীয় ধাপে ইউরোপের অন্যান্য দেশের মতো ক্রোয়েশিয়াতেও করোনার প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৮৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর এ সময়ে করোনায় মারা গেছেন ৭৪ জন।

এখন পর্যন্ত ক্রোয়েশিয়াতে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮ হাজার ৪৪২ জন। আর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৬ জন। সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৫ হাজার ১৯৯ জন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ক্রোয়েশিয়া সরকার ইতোমধ্যে বেশকিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যা আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এমএসএইচ/কেএএ/এমকেএইচ