ইউরোপ সফরে যাচ্ছেন রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আগামী শনিবার ইউরোপ সফরে যাচ্ছেন। সফরে তিনি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর এক শীর্ষ ফোরামে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট দফতরের গণযোগাযোগ বিষয়ক প্রধান পারভেজ ইসমাইলি এ তথ্য জানিয়েছেন।
শনিবার প্রেসিডেন্ট রুহানি একটি প্রতিনিধিদল নিয়ে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন। সেখানে তিনি ইতালির প্রেসিডেন্ট সের্জিও ম্যাটারেলা ও প্রধানমন্ত্রী ম্যাটেও রেনযির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ইতালির পুঁজি বিনিয়োগকারী ও শীর্ষ পর্যায়ের শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন।
ইসমাইলি জানান, ইতালি সফর শেষে প্রেসিডেন্ট রুহানি ভ্যাটিকান সফরে যাবেন। সেখানে তিনি পোপ ফ্রান্সিস ও প্রধানমন্ত্রী আর্চবিশপ পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে ফ্রান্স সফরে যাবেন রুহানি। সেখানে ১৬ নভেম্বর তিনি ইউনেস্কোর শীর্ষ ফোরামে ভাষণ দেবেন। এ ছাড়া, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে ১৭ নভেম্বর একটি বৈঠকে বসার কথা রয়েছে রুহানির।
এসঅাইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস