ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১৬৪ আসনের ১৫৪টিই এনএলডির

প্রকাশিত: ০৭:৪০ এএম, ১০ নভেম্বর ২০১৫

২৫ বছর ধরে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) শাসনের অবসান উদযাপনের অপেক্ষায় রয়েছে মিয়ানমারের জনগণ।  রোববারের পার্লামেন্ট নির্বাচনের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষিত চারটি প্রদেশের ১৬৪ আসনের ফলাফলের মধ্যে ১৫৪ আসনে এনএলডির প্রার্থীরা জয় পেয়েছে। বাকী ১০ টি প্রদেশের চিত্রও একই রকম হতে যাচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আভাস দিয়েছেন।

মিয়ানমারের ঐতিহাসিক এ নির্বাচনে ৪৯৮ আসনের বিপরীতে ছয় হাজারেরও বেশি প্রার্থী এবং ৯১ টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

দেশটির সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এই প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে নির্বাচনের পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া প্রথম সাক্ষাতকারে সু চি বলেছেন, রোববারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অবাধ হয়নি।

নির্বাচনে সু চির নেতৃত্বাধীন এনএলডি ব্যাপকভাবে জয়ী হতে যাচ্ছে। তবে দেশটির সংবিধান অনুযায়ী সু চি প্রেসিডেন্ট হতে পারবেন না। বিবিসিকে সুচি বলেছেন, একজনকে খুঁজে নেবেন তিনি।

এর আগে ১৯৯০ সালে দেশটির নির্বাচনে এনএলডি বড় ব্যবধানে জয়লাভ করলেও সেনা সমর্থিত জান্তা সরকার ফলাফল প্রত্যাখ্যান করে। পরে দীর্ঘদিন ধরে গৃহবন্দী করে রাখা হয় তাকে।

এসঅাইএস/পিআর

আরও পড়ুন