ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নির্বাচন সুষ্ঠু হলেও অবাধ হয়নি : সু চি

প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১০ নভেম্বর ২০১৫

মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনের পর গণতন্ত্রপন্থী নেত্রী ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অংসান সু চি বলেছেন, রোববারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অবাধ হয়নি। দীর্ঘ ২৫ বছর পর দেশটির সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনের পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া প্রথম সাক্ষাতকারে সু চি এ মন্তব্য (polls were not free but fair) করেছেন।

নির্বাচনে সু চির দল দেশটির সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে। ঠিক এ সময়েই সু চি এ মন্তব্য করলেন। এ সময় তিনি মিয়ানমারের জনগণকে অভিনন্দন জানান।

পাঁচ দশকের বেশি সময় ধরে সেনা শাসনের অধীনে থাকা মিয়ানমারে এবার গণতন্ত্রের যাত্রা শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছেন দেশটির স্বাধীনতার জনকের কন্যা ও বিশ্বব্যাপী গণতন্ত্রপন্থী নেত্রী হিসেবে পরিচিত অং সান সু চি।

নির্বাচনে তার দল ব্যাপকভাবে জয়ী হতে যাচ্ছে। কিন্তু দেশটির সংবিধান অনুযায়ী এনএলডির প্রধান হিসেবে সুচি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। কেননা ২০০৮ সালে তৎকালীন সেনাসমর্থিত সরকার দেশটির সংবিধানে সংশোধন আনে। ওই সংশোধনীতে বলা হয়, বিদেশি কাউকে বিয়ে করলে বা সন্তান বিদেশি পাসপোর্টধারী হলে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারবেন না।

এসঅাইএস/এমএস