চীনে কুমারীত্ব রক্ষায় অঙ্গীকারনামা
উত্তর-পশ্চিম চীনের একটি কলেজে ছাত্রীদের ‘কুমারীত্ব রক্ষার অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করতে বলায় ব্যাপক সমালোচনার ঝড় উঠছে।একটি কোর্সের অংশ হিসেবে তাদের এই অঙ্গীকার করতে বলা হয়েছিল। চীনা ইকোনমিক ডেইলি ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
চীনা ইকোনমিক ডেইলি জানিয়েছে, শানজি প্রদেশের শিয়ান শহরের ওই কলেজে `নো রিগ্রেটস ইউথ` নামের একটি কোর্সের সময় ছাত্রীদের একটি অঙ্গীকার পত্রে স্বাক্ষর করতে বলা হয়।এই অঙ্গীকার পথের যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে - তাতে লেখা ছিল: ‘আমি আমার নিজের কাছে, এবং পরিবার, বন্ধু ও আমার ভবিষ্যৎ স্বামী সন্তানদের কাছে অঙ্গীকার করছি যে, আমি একজনের সঙ্গে সারা জীবনব্যাপি বিবাহবন্ধনে আবদ্ধ হবার আগে পর্যন্ত সব রকমের প্রাক-বৈবাহিক যৌনক্রিয়া থেকে বিরত থাকবো।’ এতে বিয়ের পরও অন্য কোন সম্পর্কে জড়িয়ে না পড়ার অঙ্গীকারের কথা আছে।
১৯৯০এর দশকে আমেরিকান কলেজগুলোয় যৌন সম্পর্ক থেকে বিরত থাকার এরকম অঙ্গীকার করার প্রচলন ছিল। তবে চীনে এরকম ঘটনা খুবই বিরল।কলেজটির নাম প্রকাশ করা হয় নি। তবে অনলাইনে এখবর ছড়ানোর পর তা নিয়ে ব্যাপক আলোচনা-বিতর্ক তৈরি হয়।
এসব বিতর্কে অনেকেই বলেছেন, ‘বিয়ের আগে কেউ যৌনসম্পর্ক করবে কিনা এটা তার নিজ সিদ্ধান্তের ব্যাপার। বিশ্ববিদ্যালয় এতে নাক গলাচ্ছে, এটা সত্যিই চিন্তার কথা।’ কেউ কেউ অবশ্য বলছেন, এতে অন্যায় কিছুই নেই। তাদের মতে ছেলেদের জন্যও এরকম অঙ্গীকারনামা স্বাক্ষরের নিয়ম থাকা উচিত।
আলোচিত কলেজটির একজন শিক্ষক বলেছেন, ছাত্রছাত্রীদের ভালোর জন্যই তারা এ পদক্ষেপ নিয়েছিলেন, তবে তার যে এমন প্রতিক্রিয়া হবে তা তারা ভাবেন নি।
জেডএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?