ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চরম দারিদ্র ঝুঁকিতে ১০ কোটি মানুষ

প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৯ নভেম্বর ২০১৫

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সাল নাগাদ বিশ্বে আরো ১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে সতর্ক করে দিয়েছে বিশ্বব্যাংক। রোববার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ সতর্কবাণী করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাত কমে যাওয়ায় শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে, চরম আবহাওয়ার কারণে খাদ্য মূল্য বৃদ্ধি এবং তাপপ্রবাহ ও বন্যার কারণে রোগব্যাধি বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে চরম ক্ষতি হচ্ছে এবং বিশেষত আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় লোকজন দারিদ্র্যের মুখে পড়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে ২০৩০ সাল নাগাদ পাঁচ ভাগের বেশি এবং ২০৮০ সাল নাগাদ ৩০ ভাগের বেশি ফসলের ক্ষতি হবে। একইসঙ্গে ম্যালেরিয়া ও ডায়রিয়াসহ জনস্বাস্থ্য ও তাপমাত্রার কারণে শ্রমিকদের উৎপাদন ক্ষমতার ওপর প্রভাব পড়বে।

এছাড়া বিশ্বের সবচেয়ে দরিদ্র অঞ্চল আফ্রিকায় জলবায়ু পরিবর্তনের কারণে ২০৩০ সাল নাগাদ খাদ্য মূল্য ১২ শতাংশের বেশি এবং ২০৮০ সাল নাগাদ ৭০ শতাংশ বৃদ্ধি পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআইএস/পিআর