ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

প্রকাশিত: ১২:০২ পিএম, ০৬ নভেম্বর ২০১৪

পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড ওলসনকে বুধবার তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি পাকিস্তানে বসে ভারত ও আফগানিস্তানে সন্ত্রাসীদের হামলা চালানোর ব্যাপারে পেন্টাগনের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সামনে অভিযোগের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ।

পাকিস্তানী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে হস্তান্তর করা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে অগ্রগতি’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান।

পেন্টাগনের প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানে অবস্থান করে বিভিন্ন সন্ত্রাসীরা ভারত ও আফগানিস্তানে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করছে।

মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানে সন্ত্রাসীদের লুকিয়ে থাকার বিষয়টি উল্লেখের পাশাপাশি কয়েক মাস ধরে বিদ্রোহীদের নির্মূলে চালানো জার্ব-ই-আজব অভিযানের প্রশংসা করেন।- ডননিউজ