ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এখনো করোনা শনাক্ত হয়নি উ. কোরিয়ায় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৩ নভেম্বর ২০২০

বিশ্বের প্রায় সবকটি দেশেই কমবেশি সংক্রমণ ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। তবে এশিয়ার দেশ উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একজনও এ ভাইরাসে আক্রান্ত হয়নি। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাই (ডব্লিউএইচও) বিষয়টি জানিয়েছে।

সংস্থাটি বলছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কোনো খবর জানানো হয়নি।

করোনাবিষয়ক ডব্লিউএইচওর সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ অক্টোবর পর্যন্ত দেশটিতে ১০ হাজার ৪৬২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের শরীরেও করোনা শনাক্ত হয়নি।

এরমধ্যে ৫ হাজার ৩৬৮ জনকে করোনা রোগী সন্দেহে পরীক্ষা করিয়েছেন। যার মধ্যে ৮ জন বিদেশি ছিলেন। ১৫ থেকে ২২ অক্টোবরের ১৬১ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৪ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ লাখ ১৫ হাজার ৫০০ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১১ হাজার ৪ জন।

এফআর/এমএস