ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গিলগিত-বালতিস্তানকে ‘প্রদেশ’ মর্যাদা দেয়ার ঘোষণা ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০২ নভেম্বর ২০২০

ভারতের শত বিরোধিতা-প্রতিবাদ সত্ত্বেও পাকিস্তান তাদের শাসিত অঞ্চল গিলগিত-বালতিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দেয়ার ঘোষণা দিয়েছে। নয়াদিল্লি মনে করে, তাদের শাসিত কাশ্মীরের উত্তর সীমান্তঘেঁষা গিলগিত-বালতিস্তানকে জোর করে শাসন করে আসছে ইসলামাবাদ।

রোববার (১ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান গিলগিত-বালতিস্তানে গিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও নদী বাঁধ নির্মাণসহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ ঘোষণা দেন।

গিলগিত-বালতিস্তানকে পাকিস্তান বিশেষ প্রদেশের মর্যাদা দিতে চলেছে বলে খবর পেয়ে আগে থেকেই এর তীব্র বিরোধিতা করে আসছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তাতে ইসলামাবাদ কর্ণপাতের প্রয়োজনীয়তা বিন্দুমাত্র অনুভব করেনি।

রোববারের অনুষ্ঠানে ইমরান খান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোল্যুশন মেনেই আমাদের সরকার গিলগিত-বালতিস্তানকে বিশেষ প্রাদেশিক মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ উপলক্ষে অঞ্চলটির বাসিন্দাদের অভিনন্দন জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, গিলগিত-বালতিস্তানে আসন্ন নির্বাচনের কারণে আপাতত উন্নয়ন প্যাকেজ ঘোষণা করা যাচ্ছে না।

অবশ্য গত বছর কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেটিকে দুই অঞ্চলে পরিণত করা ভারত ইমরান খানের এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব অভিযোগ করেন, পাকিস্তান চুক্তি ভঙ্গ করেছে। ১৯৪৭ সালে হওয়া চুক্তি অনুযায়ী গিলগিত-বালতিস্তান ভারতের জন্মু ও কাশ্মীরের অংশ এবং এই চুক্তিতে এও স্পষ্ট করা হয়েছে যে জোর করে দখল করা এই এলাকার কোনো পরিবর্তনই করার কোনো অধিকার নেই।

অবশ্য পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন এ বিষয়ে ভারতের নাক গলানোর কোনো অধিকার নেই।

তিনি বলেন, ৭৩ বছর ধরে জম্মু ও কাশ্মীরকে অবৈধভাবে জোর করে দখল করে রাখা ভারত গিলগিত-বালতিস্তান ইস্যুতে আইনত, নৈতিক বা ঐতিহাসিক—কোনোভাবেই বক্তব্য দেয়ার অধিকার রাখে না।

জেএইচ/এইচএ/