ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিসর থেকে ফিরলেন ২ হাজার ব্রিটিশ পর্যটক

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৮ নভেম্বর ২০১৫

মিসরের অবকাশ কেন্দ্র শার্ম আল শেখে আটকে পড়া প্রায় দুই হাজার ব্রিটিশ পর্যটক শনিবার দেশে ফিরেছেন। সিনাইয়ে রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর তারা দেশটিতে আটকা পড়েছিলেন।

এর আগে বুধবার ব্রিটেন লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্রে বিমান চলাচল স্থগিত করে। গত শনিবার বোমার আঘাতে ২২৪ আরোহী বহনকারী রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এ পদক্ষেপ নেয় দেশটি। বিমানটি আকাশে ওড়ার আগে বোমাটি পেতে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিমানটি বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। এতে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

russian-plane

ইজিজেটের দুটি বিমান, মোনার্কের দুটি, টমসনের দুটি, টমাস কুকের দুটি ও ব্রিটিশ এয়ারওয়েজের একটিসহ মোট ৯টি বিমানে করে এক হাজার ৯৪৫ জন শনিবার দেশে ফিরেছেন। তবে ব্রিটিশ সরকার এক সতর্কবার্তায় বলছে, বেশ কয়েকজন পর্যটককে মিশরের অবকাশ কেন্দ্রে দীর্ঘ সময় থাকতে হতে পারে।

রাশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে শার্ম আল শেখে কমপক্ষে ২০ হাজার ব্রিটিশ পর্যটক অবস্থান করছিলেন। শুক্রবার প্রথম আটটি ফ্লাইটে প্রায় এ হাজার ৫ শ পর্যটক দেশে ফিরেছেন। সবাইকে দেশে ফিরিয়ে আনতে কয়েক দিন সময় লাগতে পারে বলে ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এসআইএস/পিআর