ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে একদিনেই আক্রান্ত ৬৭ হাজারের বেশি, মৃত্যু ৬৮০ জনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজারের বেশি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭০৮ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ লাখ ৭ হাজার ৯৮ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার ২৬৬ জন।

আসন্ন শীতে ভারতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

‘ফুগাকু’ নামে একটি সুপার কম্পিউটারের তথ্য বলছে, বাতাসে আদ্রতা যদি ৬০ শতাংশের তুলনায় ৩০ শতাংশ হয়ে যায়, তবে ভাইরাসের উপস্থিতি দ্বিগুণ হতে পারে। আর এতেই আশঙ্কা বেড়েছে ভারতের।

ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকলেও আগামী বছরের শুরুতেই ভ্যাকসিন হাতে এসে যাবে বলে আশার বাণী শুনিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

বর্তমানে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বিশ্বের প্রথম সারির একাধিক দেশ করোনার ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা চলছে। চেষ্টা চালাচ্ছে ভারতেও।

ভারত বায়োটেক, জাইডাস ক্যাডিলাসহ বেশ কয়েকটি সংস্থা করোনার ভ্যাকসিন তৈরি করছে। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে তৈরি করছে পুণের সিরাম ইনস্টিটিউট। নতুন বছরের শুরুতেই দেশে করোনার ভ্যাকসিন চলে আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

ভারতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬৩ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ।

এসআর/পিআর