মৃদু উপসর্গের করোনা রোগীরা ভুগতে পারেন কয়েক মাস : গবেষণা
সারাবিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাস বিভিন্ন দেশে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। সাম্প্রতিক সময়ে করোনা নিয়ে নানা ধরনের গবেষণা চলছে। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।
গবেষণার ফলে করোনা নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস সবার ক্ষেত্রে একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে না। অনেককেই আক্রমণ করছে মৃদুভাবে। আর যাদের দেহে ভাইরাসটি মৃদু হামলা চালাচ্ছে, তাদের ক্ষেত্রে রোগের নানা উপসর্গ থেকে যাচ্ছে মাস কয়েক ধরে।
করোনা সংক্রান্ত সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য জানা গেছে। দেখা গেছে যে, মৃদু সংক্রমিত হওয়া করোনা রোগীদের দুই তৃতীংশের মধ্যে ৬০ দিন পর্যন্ত রোগের উপসর্গ থেকে যাচ্ছে। এমন মৃদু সংক্রমণ বেশি ঘটছে ৪০ থেকে ৬০ বছর বয়সীদের ক্ষেত্রে।
গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের ৬৬ শতাংশের দেহে রোগের ৬২ ধরনের উপসর্গ ধরা পড়েছে। প্রায় সবাই কোনো কিছুর গন্ধ পাচ্ছেন না এবং কোনো খাবারে স্বাদ পাচ্ছেন না। একই সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে এবং শরীরে প্রচণ্ড ক্লান্তি ভর করছে।
এই ভাইরাসে মৃদুভাবে আক্রান্ত হয়েছেন যারা তাদের ক্ষেত্রে দু-তিন মাস ধরে রোগের উপসর্গগুলো থেকে যাচ্ছে বলে জানাচ্ছেন গবেষকরা।
এতে রোগীদের মৃত্যু হচ্ছে না ঠিকই, কিন্তু অনেকদিন ধরে এই ভাইরাস থেকে তৈরি হওয়া সমস্যাগুলো তাদের শরীরে বহন করতে হচ্ছে। ফলে তারা কষ্ট পাচ্ছেন, দুর্বলতায় ভুগছেন, খিদে পাচ্ছে না।
মৃদু আক্রান্ত ১৫০ জন প্রাক্ত বয়স্কের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে এ বিষয়ে একটি রিপোর্ট তৈরি করেছে ফ্রান্সের ট্যুরস ইউনিভার্সিটি হসপিটাল। দেখা গেছে রোগীদের দুই-তৃতীয়ংশই দুই থেকে তিন মাস দেহে রোগের উপসর্গগুলো বহন করছেন।
গত ১৭ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত পর্যবেক্ষণ করে রিপোর্টটি তৈরি করেছেন বিশেষজ্ঞরা। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশন জার্নালে ওই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
টিটিএন