ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় কঠোর বিধি আরোপ করায় গভর্নরকে অপহরণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৯ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় গভর্নর গ্রিচেন হুইটমারকে অপহরণ এবং ক্ষমতাচ্যুত করার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। করোনাভাইরাসের বিস্তাররোধে রাজ্যজুড়ে কঠোর বিধি-নিষেধ আরোপের জেরে একটি গোষ্ঠীর টার্গেটে পরিণত হন মিশিগানের এই গভর্নর। যদিও গত সপ্তাহে আদালতের এক বিচারক করোনা রোধে হুইটমারের নেয়া কঠোর ব্যবস্থাকে বিধি-বহির্ভূত আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছেন।

এফবিআইয়ের কর্মকর্তারা বলেছেন, মিশিগানের গভর্নরকে অপহরণ পরিকল্পনার সঙ্গে ছয়জনের একটি চক্র জড়িত। তারা হুইটমারকে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি দেয়ার পরিকল্পনা করেছিলেন।

অপহরণ পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিপথগামী হিসেবে উল্লেখ করে গর্ভনর হুইটমার বলেছেন, মিশিগানে ঘৃণা, ধর্মান্ধতা এবং সহিংসতার কোনও স্থান নেই।

এফবিআইয়ের মামলার নথিতে বলা হয়েছে, আইনপ্রয়োগকারী সংস্থার অ্যাজেন্টরা গত জুনে ওহাইও অঙ্গরাজ্যের ডাবলিনে মিশিগানভিত্তিক একটি মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিল। মিলিশিয়া গোষ্ঠীটির ধারণা- মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন মিশিগানের গভর্নর হুইটমার। এ কারণে তাকে ক্ষমতা থেকে উৎখাতের পরিকল্পনা করে তারা।

নথিতে বলা হয়েছে, বৈঠকে মিলিশিয়া গোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্য অত্যাচারী শাসকদের খুন এবং গভর্নরকে অপহরণের বিষয়ে আলোচনা করে। একটি ভিডিওতে করোনাভাইরাস মহামারির সময় লকডাউনে বন্ধ হয়ে যাওয়া ব্যায়ামাগার পুনরায় খুলে দেয়ার বিষয়ে রাজ্যের সিদ্ধান্তের নিন্দা জানাতে দেখা যায় একজন মিলিশিয়া সদস্যকে।

বৈঠকের কোনও বিষয় যাতে গোপনে রেকর্ড না হয় সেজন্য মিলিশিয়ারা অন্য একটি কক্ষে তাদের মোবাইল ফোন রেখে যান। কিন্তু এফবিআইয়ের অ্যাজেন্ট পৃথক একটি রেকর্ডিং ডিভাইস শরীরে লাগিয়ে সেই বৈঠকে অংশ নেন।

আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে মিশিগানের ক্যাপিটল ভবনের সামনে দুই শতাধিক সদস্যের জমায়েত ঘটিয়ে বিশৃঙ্খলা তৈরি করে গভর্নরকে অপহরণের পরিকল্পনা করেছিল মিলিশিয়ারা। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৩ জনকে আটক করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপহরণ এবং খুনের পরিকল্পনা সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: বিবিসি।

এসআইএস/এমএস