ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পক্ষপাতী সুবিধায় করোনা ভ্যাকসিন চান প্রতি তিনজনের একজন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৯ অক্টোবর ২০২০

শুরুটা চীন থেকে হলেও ধীরে ধীরে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে। বৈশ্বিক এ মহামারির হানায় পর্যদুস্ত বেশিরভাগ দেশ। এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ, প্রাণ যাচ্ছে হাজারে হাজারে।

এই বিপদ মোকাবিলার একমাত্র অস্ত্র মনে করা হচ্ছে একটি কার্যকর ভ্যাকসিনকে। তবে সেরকম ভ্যাকসিন পাওয়ার পরেও তা দ্রুততম সময়ে সবার হাতে পৌঁছে দেয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। কোনও ভ্যাকসিনই এখন পর্যন্ত পরীক্ষার সবগুলো ধাপ পার করতে পারেনি, এর মধ্যেই কে আগে কত ডোজ নেবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দেশগুলোর মধ্যে।

ভ্যাকসিন নিয়ে প্রতিযোগিতা শুধু দেশগুলোর সরকার বা ওষুধনির্মাতাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি পেতে স্বার্থপর হতে আপত্তি নেই বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষেরও। অর্থাৎ প্রতি তিনজনের একজনই পক্ষপাতমূলক উপায়ে করোনা ভ্যাকসিন হাতে পেতে আগ্রহী। বৃহস্পতিবার প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ব্রাজিল, ফিনল্যান্ড ও পর্তুগালে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশই করোনা ভ্যাকসিন পেতে বিশেষ সুবিধা চেয়েছেন। যুক্তরাষ্ট্রে এর হার অন্তত ৪৬ শতাংশ।

jagonews24

বিপরীতে মাত্র ৪১ শতাংশ লোক বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন বিশ্বজুড়ে সমানভাবে বিতরণ করা উচিত। এদিক থেকে সবচেয়ে উদার জার্মানরা। দেশটির ৬৯ শতাংশ লোক ভ্যাকসিন সমবণ্টনের পক্ষে মত দিয়েছেন।

দ্য ইকোনমিস্ট বলছে, করোনা ভ্যাকসিন যে দেশ বা প্রতিষ্ঠানই আগে তৈরি করুক, এটি পেতে আগ্রহীদের বেশিরভাগকেই হয়তো মনোক্ষুণ্ন হতে হবে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এপ্রিলের মধ্যেই প্রতিটি আমেরিকান নাগরিকের জন্য পর্যাপ্ত ডোজ প্রস্তুতের ঘোষণা দিয়েছেন। তবে ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্স জানিয়েছে, দেশটির মাত্র তিন কোটি মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার মাত্র অর্ধেকের কাছে এটি পৌঁছানো সম্ভব হবে।

ভ্যাকসিন বিতরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব আরও শোচনীয়। তাদের ধারণা, প্রতিটি দেশের জনসংখ্যার মাত্র তিন শতাংশ প্রথম ধাপের ভ্যাকসিন পেতে পারে। একারণে প্রথমেই এটি চিকিৎসক-নার্সদের মতো সম্মুখভাগে থাকা স্বাস্থ্যকর্মীদের দেয়া হতে পারে।

কেএএ/এমএস