ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইউরোপে করোনার রেকর্ড সংক্রমণ, দেশে দেশে নতুন বিধি-নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৭ অক্টোবর ২০২০

ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারির রেকর্ড উত্থান দেখা গেছে। এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা বিস্তারের লাগাম টানতে ইউরোপের কিছু দেশে নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউরোপের দেশ বুলগেরিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড এবং ইউক্রেনে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। চেক রিপাবলিকের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ হাজার ৪৫৭ জন করোনা সংক্রমিত হয়েছেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে গত দুই সপ্তাহে এক লাখে সর্বোচ্চ ৩২৬ জনেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে চেক রিপাবলিকে। মাথাপিছু করোনা সংক্রমণের হারে স্পেনকে পেছনে ফেলেছে চেক।

ইউক্রেনে নতুন করে ২১৯ শিশুসহ ৪ হাজার ৭৫৩ জন সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন ৭৭ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে নতুন করে ৩ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত বসন্তের তুলনায় দেশটিতে করোনা সংক্রমণের দৈনিক এই হার অনেক বেশি। পোল্যান্ডে বসন্তে গড়ে দৈনিক করোনা সংক্রমিত হয়েছিলেন ৫৯৯ জন। একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছে দেশটিতে। একদিন আগে পোল্যান্ডে করোনায় ৫৮ জনের প্রাণহানি ঘটলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ৭৫ জনে পৌঁছেছে।

বুলগেরিয়ায় একদিনে রেকর্ড ৪৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮ জন। ফরাসী কর্মকর্তারা বলেছেন, রাজধানী প্যারিসে করোনার অস্বাভাবিক উত্থান ঘটেছে। এই অঞ্চলে করোনা রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের শয্যা দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

তারা বলেছেন, ইতোমধ্যে ওই অঞ্চলের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৪০ শতাংশ শয্যা রোগীতে পূর্ণ হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে হাসপাতালগুলোর ৫০ শতাংশ শয্যা করোনা রোগীতে পরিপূর্ণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা।

জার্মানিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে রাজধানী বার্লিনের রেস্টুরেন্ট এবং বারে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। বার্লিনের মেয়র মাইকেল মুলার বলেছেন, আমরা যদি এখনই ব্যবস্থা নিতে না পারি, তাহলে আবারও লকডাউনে যেতে হবে।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন। এই আইন অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বাড়ির বাইরে বের হলেই বাসিন্দাদের মাস্ক বাধ্যতামূলকভাবে পরতে হবে।

বেলজিয়ামে শুক্রবার থেকে নতুন বিধি-নিষেধ কার্যকর হতে যাচ্ছে। এতে বাড়ির বাইরে তিনজনের বেশি মানুষ ঘনিষ্ঠ সংস্পর্শে আসতে পারবেন না। ফিনল্যান্ডে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির সরকার চলতি সপ্তাহের শেষের দিকে রেস্টুরেন্ট ও বার খোলা রাখার নতুন সময় নির্ধারণের ঘোষণা দিয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বে এর ভয়াবহ প্রাদুর্ভাব শুরু হয় ইউরোপে। এই অঞ্চলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৫২ হাজারের বেশি এবং মারা গেছেন ২ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডোমিটার।

এসআইএস/জেআইএম