ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মাস্ক লোক দেখানোর জন্য না, ট্রাম্পকে বাইডেনের খোঁটা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০৩ অক্টোবর ২০২০

গত মঙ্গলবার প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট চলাকালে মানুষ থেকে দূরে থাকার পরেও মাস্ক পরে থাকায় জো বাইডেনকে নিয়ে হাসিঠাট্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর তিনদিন পার হতে না হতেই করোনা পজিটিভ ধরা পড়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই বিতর্কের দিন তেমন কিছু বলতে না পারলেও এবার আর সুযোগ হাতছাড়া করেননি প্রতিদ্বন্দ্বী বাইডেন। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করলেও ঠিকই খোঁটা দিয়ে বলেছেন, মাস্ক লোক দেখানোর জিনিস না।

শুক্রবার মিশিগানে নির্বাচনী সমাবেশে জো বাইডেন বলেছেন, তিনি এবং তার স্ত্রী জিল বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সুস্থতার জন্য প্রার্থনা করছেন। অন্য সময় সাধারণত মাস্ক খুলে বক্তব্য দিলেও এদিন পুরোটা সময় সেটি পরে ছিলেন এ ডেমোক্র্যাট নেতা।

তিনি বলেন, ‘এটা রাজনীতির বিষয় নয়। এটা আমাদের শক্তভাবে মনে করিয়ে দিচ্ছে যে, ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনি এমনিই চলে যাবে না।’

jagonews24

এসময় যুক্তরাষ্ট্রের সবাইকে মাস্ক পরা, হাত ধোয়া, ন্যূনতম ছয় ফুট দূরত্ব বজায় রাখার মতো বৈজ্ঞানিক নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান বাইডেন।

তিনি বলেন, ‘দেশপ্রেমিক হোন। এটা নিজেকে শক্ত দেখানোর জন্য না। এটা নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়।’

এর আগে, শুক্রবার এক টুইটে ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, তিনি এবং মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর সামান্য জ্বর থাকায় মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে।

চিকিৎসকরা জানিয়েছেন, বয়স এবং স্থূলতার কারণে জটিলতার ঝুঁকিতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

jagonews24

বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশ যুক্তরাষ্ট্র। এ ভাইরাসে ইতোমধ্যেই সেখানে ২ লাখ ৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য অনেকেই ট্র্রাম্পের খেয়ালিপনাকে দায়ী করেছেন।

শুরু থেকেই প্রাণঘাতী এ ভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। একে সামান্য ফ্লুর বলে মন্তব্য করেছেন। বলেছেন, ভ্যাকসিন দরকার নেই, এটি এমনিতেই চলে যাবে। এমনকি, করোনা রোগীদের ফুসফুস জীবাণুনাশক দিয়ে ধুয়ে দেয়ার মতো উদ্ভট পরামর্শও দিয়েছেন তিনি। এছাড়া, শুরু থেকে মাস্ক পরার বিষয়টি নিয়েও অবহেলা করেছেন এ রিপাবলিকান নেতা। সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশ চাালিয়েছেন তিনি। কিন্তু নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে ক্ষমতাসীন নেতা করোনায় আক্রান্ত হওয়ায় ভোটের মাঠে এবার নতুন হিসাব-নিকেশ শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স

কেএএ/এমএস