টানা ৫ মাস বেকারত্বে ডুবছে ইউরোজোন
একক মুদ্রা হিসেবে ইউরো ব্যবহারকারী দেশগুলোতে টানা পঞ্চম মাসে বেড়েছে বেকারত্বের হার। করোনাভাইরাস মহামারির মধ্যে মাত্র একমাসের ব্যবধানে এ অঞ্চলে কর্মহীন লোকের সংখ্যা বেড়েছে আড়াই লাখেরও বেশি। বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনের পরিসংখ্যানে (ইউরোস্ট্যাট) এ তথ্য জানানো হয়েছে।
ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, গত জুলাইয়ে ইউরোজোনের ১৯টি দেশে বেকারত্বের হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ। কিন্তু, আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১ শতাংশে। এই একমাসের ব্যবধানে দেশগুলোতে বেকার লোকের সংখ্যা বেড়েছে অন্তত ২ লাখ ৫১ হাজার।
ইউরোপীয় সংস্থাটির হিসাবে, এই অঞ্চলে বর্তমানে ১ কোটি ৩২ লাখ মানুষ কর্মহীন জীবনযাপন করছেন।
ইউরোজোনের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতেই দীর্ঘমেয়াদি ছুটিতে রয়েছেন অন্তত ৩৭ লাখ কর্মজীবী। ২০২১ সালের শেষ অবধি এসব কর্মহীন ব্যক্তিকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
অন্য দেশের সরকারগুলোও অর্থনৈতিক সংকট কাটাতে বড় অংকের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ব্যবসার জন্য ঋণ ও ব্যাংক গ্যারান্টিতেও সহায়তা দিচ্ছে তারা। এছাড়া, ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ইউরো আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিবিদরা জানিয়েছেন, সরকারি সহায়তা কর্মসূচিগুলো সমাপ্ত হয়ে গেলে বেকারের সংখ্যা আবারও বাড়তে পারে।
এছাড়া, অনেক দেশেই করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। সেখানে ব্যবসায়িক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে অর্থনীতির ওপর আবারও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/এমকেএইচ