ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৭৩ বছরের মধ্যে সর্বোচ্চ জিডিপি সংকোচন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০

মহামারি করোনার কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সরকারিভাবে প্রকাশিত হিসেবে দেখা যাচ্ছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বুধবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জিডিপি সংকোচনের যে হিসাব দিয়েছে তা কমপক্ষে গত ৭৩ বছরের মধ্যে সর্বোচ্চ। করোনায় অর্থনৈতিক অচলাবস্থার ফলে এই বিপর্যয়।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৪৭ সাল থেকে হিসাব শুরুর পর গত প্রান্তিকে প্রথম দেশের অর্থনীতির এতটা সংকুচিত হলো। এর আগের প্রান্তিকে দেশটির জিডিপি ৩১ দশমিক ৭ শতাংশ সংকুচিত হয়েছিল।

এসএ/জেআইএম