মন্ত্রীর মাথা কেটে ফেলার হুমকি
গোমাংস খেলে মাথা কেটে ফেলা হবে বলে ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে হুমকি দেয়া হয়েছে। রাজ্যের শিবামোগ্গা শহরের মিউনিসিপ্যাল কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট এস এন চান্নাবাসাপ্পা এ হুমকি দিয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার এক সমাবেশে বিজেপি ও সঙ্ঘ পরিবারের অসহিষ্ণু নীতির সমালোচনা করে সিদ্দারামাইয়া বলেন, আমি এখনই গোমাংস খেতে পারি। তাতে কার কী? কে কী খাবে সেটা তার ব্যক্তিগত রুচি এবং অধিকার।
সিদ্দারামাইয়ার এ মন্তব্যের জেরে একটি প্রতিবাদ সভায় বক্তৃতা দেয়ার সময় এস এন চান্নাবাসাপ্পা বলেন, সাহস থাকলে এখানে এসে গোমাংস খেয়ে দেখান। সঙ্গে সঙ্গেই মাথা কেটে ফেলা হবে। এ মন্তব্যের পর বিতর্কের ঝড় শুরু হয়েছে দেশটির রাজনৈতিক মহলে।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রতিক্রিয়ায় বলেন, এমন অসহিষ্ণুতা বিজেপির স্বভাবসুলভ, সে কারণেই তার বিরোধিতা দরকার। এ ঘটনায় পুলিশি তদন্তেরও নির্দেশ দেন তিনি। ঘটনার একটু পরেই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে চান্নাবাসাপ্পাকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, ভারতে গোমাংস ইস্যুতে চলমান এ অসহিষ্ণুতার বিরোধিতা করে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে একটি যৌথ চিঠি লেখার জন্য আবেদন জানিয়ে আজ বুধবার টুইট করেছেন অভিনেত্রী অপর্ণা সেন। এ নিয়ে প্রশ্নের জবাবে দক্ষিণবঙ্গ আরএসএসের সাধারণ সম্পাদক জিষ্ণু বসু বলেন, আমাদের বদনাম করার একটা চক্রান্ত চলছে। বিশিষ্ট জনেদের কেউ কেউ সেই চক্রান্তের ফাঁদে পা দিয়ে ফেলছেন। এ ছাড়া অনেকে আছেন, যারা ভারত নিয়ে চিন্তিত নন। বিদেশ নিয়ে চিন্তিত। আর কিছু মানুষ আমাদের সাফল্য পছন্দ করছেন না। তারা এ সব বলছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার