ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় পাথর ছুঁড়ে হত্যা (ভিডিও)

প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৪ নভেম্বর ২০১৫

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগে আফগানিস্তানে একজন নারীকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। একইসঙ্গে ওই নারীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগ এনে একদল মানুষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় মোবাইল ফোনে ধারণ করা পাথর ছুঁড়ে হত্যার ৩০ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।

ভিডিওতে দেখা গেছে, একটি গর্তে থাকা সেই নারীকে ঘিরে একদল মানুষ পাথর ছুঁড়ছে। অন্যদিকে তার প্রেমিককে চাবুক মারা হচ্ছে।

নিহত নারীর নাম রোখসানা এবং তার বয়স ১৯ থেকে ২২ এর মধ্যে। পাথর ছুঁড়ে মারার সময় ওই নারীকে চিৎকার করতে দেখা গেছে।

একটি সংবাদ সংস্থা বলছে, তালেবান নিয়ন্ত্রিত এলাকা ঘোর প্রদেশে এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে। রেডিও ফ্রি ইউরোপের খবরে বলা হয়েছে, সেই নারী বিয়ের উদ্দেশ্যে তার ২৩ বছর বয়সী প্রেমিকের সাথে ঘর থেকে পালিয়ে গেছে। স্থানীয় তালেবান এবং ধর্মীয় নেতারা তাকে পাথর মেরে হত্যা করে। রোখসানাকে পাথর মেরে হত্যা করা হলেও তার প্রেমিককে চাবুক মেরে ছেড়ে দেয়া হয়।

আফগানিস্তানে এ ধরনের হত্যাকাণ্ড বিরল ঘটনা নয়। এর আগে গত মার্চ মাসে কাবুলের কেন্দ্রস্থলে এক নারীকে পিটিয়ে এবং গায়ে আগুন লাগিয়ে দিয়ে হত্যা করা হয়। তার বিরুদ্ধে কোরআন পোড়ানোর মিথ্যে অভিযোগ তোলা হয়েছিল। সেই হত্যাকাণ্ড আফগানিস্তানের ভেতরে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।



এসআইএস/আরআইপি