ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লাগামহীন করোনা, পদত্যাগ করলেন চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাসের প্রকোপ লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় মধ্য-ইউরোপের দেশ চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম ভোজটেক পদত্যাগ করেছেন। যদিও প্রথম দফায় করোনা সংক্রমণ রোধে সফলতার জন্য দেশটিতে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে চেক রিপাবলিকের এই মন্ত্রীর পদত্যাগের তথ্য জানানো হয়েছে।

অ্যাডাম বলেছেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় তার পদত্যাগ নতুন পদক্ষেপ নেয়ার সুযোগ তৈরি করবে।

বসন্তে করোনাভাইরাস মোকাবিলায় সফলতা দেখিয়েছিল চেক রিপাবলিক। কিন্তু গত সপ্তাহ থেকে দেশটিতে আবারও সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে প্রত্যেকদিন গড়ে তিন হাজারের বেশি মানুষ নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়ত এই সংখ্যা আরও বাড়ছে।

তবে অ্যাডাম পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে কে আসবেন সেটি এখনও পরিষ্কার নয়। বিরোধীদের প্রচণ্ড সমালোচনা ও চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম।

মধ্য-ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৪৯ হাজার ২৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মহামারিতে দেশটিতে প্রাণহানি ঘটেছে ৫০৩ জনের।

এসআইএস/এমকেএইচ