ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৮:২০ এএম, ০৩ নভেম্বর ২০১৫

গণমাধ্যমে লস্কর ই তাইয়েবাসহ অন্তত ৭২টি নিষিদ্ধ সংগঠনের খবর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পার্মা) সোমবার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করেছে। খবর ডন নিউজ।

২০০১ সালে ভারতের পার্লামেন্ট সন্ত্রাসী হামলায় লস্কর ই তাইয়েবা জড়িত বলে দাবি করা হয়। ওই হামলায় ১১ জন নিহত নিহত হয়েছে। এ হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তান সরকার ২০০২ সালের ১৪ জানুয়ারি এ সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে লস্কর ই তাইয়েবা নাম পরিবর্তন করে জামাতুদ দাওয়া ও ফালাহ ই ইনসানিয়াত ফাউন্ডেশন নামে তাদের কার্যক্রম চালায়। সোমবারের ওই বিবৃতিতে এ সংগঠন দুটিরও সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মী নিহত হয়। এর পর পাকিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করে দেশটির সরকার। এ পরিকল্পনা অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করে পার্মা।

এতে দেশটির সব টিভি চ্যানেল এবং এফএম রেডিওকে নিষিদ্ধ গোষ্ঠীগুলোর কোনো সংবাদ প্রচার না করতে কঠোর নির্দেশ দেয়া হয়। আইন অমান্যকারীর জরিমানা বা প্রচার অনুমতি বাতিল হতে পারে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে পাকিস্তানের টিভি চ্যানেলগুলো বলছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ আদেশ জারি করেছে পার্মা। কিন্তু এ অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আইনগতভাবে পার্মাকে নির্দেশ দেয়ার এখতিয়ার তাদের নেই।

সংবাদ প্রচারে নিষেধাজ্ঞার কবলে পড়া সংগঠনগুলোর মধ্যে ৬০ টি নিষিদ্ধ সংগঠন ও ১২ টি নিষিদ্ধের অপেক্ষায় থাকা সংগঠন রয়েছে।

এসআইএস/পিআর