ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তের দাবি আইএসের প্রচারণা : সিসি

প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৩ নভেম্বর ২০১৫

সিনাইয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত করার বিষয়ে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দাবিকে প্রচারণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তিনি বলেছেন, বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। খবর বিবিসির।

শনিবার সিনাইয়ের শারম এল শেখ বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাশিয়ান এয়ারলাইন কোগালিমাভিয়ার এ-৩২১ এয়ারবাসের ওই বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২২৪ জন আরোহী ছিলেন। বিমানটি মধ্য আকাশে ভেঙে পড়লে আরোহীদের সবাই নিহত হয়।
 
প্রেসিডেন্ট সিসি বলেছেন, সিনাইয়ের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। একইসঙ্গে তিনি তদন্তের আগে যেকোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছেন।

সোমবার কোগালিমাভিয়া দাবি করে বলছে বাইরের আঘাতের কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে রাশিয়ার ফেডারেল অ্যাভিয়েশনের প্রধান আলেক্সান্ডার নেরাদকো কোগালিমাভিযার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

প্রেসিডেন্ট সিসি বিমান বিধ্বস্তের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে না যেতে সতর্ক করে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, সব কিছুকে মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে। তিনি বলেছেন, আইএসের বিমান বিধ্বস্ত করার দাবি মিসরের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং ভাবমূর্তিকে নষ্ট করার একটি চেষ্টা।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দ সংস্থার পরিচালক জেমস ক্লেপার বলেছেন, বিমান বিধ্বস্তের পেছনে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ নেই। এর অাগে সিনাইয়ে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী সমর্থিত একটি গোষ্ঠী এক বিবৃতি ও অডিও বার্তায় রুশ বিমান বিধ্বস্তের দাবি জানায়। তবে বিমানটি কোনো অস্ত্রের আঘাতে ভূপাতিত করার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এসআইএস/পিআর