ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাতারে ৭০ হাজার বিদেশি শ্রমিকের জন্য ক্যাম্প চালু

প্রকাশিত: ০৬:০৫ এএম, ০২ নভেম্বর ২০১৫

কাতারে ৭০ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন একটি শ্রমিক ক্যাম্প চালু করা হয়েছে। রাজধানী দোহায় দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের আস সানি রোববার এ ক্যাম্প উদ্বোধন করেন। খবর আরব নিউজের।

শ্রমিক নগরী হিসেবে পরিচিত এ ক্যাম্প নির্মাণে প্রায় সাড়ে ৮২ কোটি ডলার অর্থ ব্যয় হয়েছে। শ্রমিক ক্যাম্পটিতে দ্বিতীয় বৃহত্তম মসজিদসহ দুটি পুলিশ স্টেশন রয়েছে। এতে অন্তত ৬৮ হাজার ৬৪০ শ্রমিক বসবাস করতে পারবে। ধারণ ক্ষমতার ৬০ ভাগ শ্রমিক বর্তমানে ওই ক্যাম্পে বসবাস করছেন। দেশটিতে নেপাল, ভারত, বাংলাদেশ, শ্রীলংকা এবং ভিয়েতনামসহ বিভিন্ন দেশের শ্রমিক রয়েছে।

কর্মকর্তারা জানান, ক্যাম্পের প্রতি কক্ষে চারজন করে শ্রমিক থাকতে পারবে। তবে চারজনের বেশি শ্রমিক যেন এক কক্ষে না থাকে সে জন্য প্রতিদিন পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

দেশটির শ্রমমন্ত্রী আবদুল্লাহ আল খুলাফি বলেন, ২০২০ বিশ্বকাপ ফুটবলের জন্য দেশটিতে প্রায় দুই লাখ ৬০ হাজার বিদেশি শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের জন্য আরো সাতটি শ্রমিক ক্যাম্প নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এসআইএস/এমএস