ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় জাতিসংঘের দুই শতাধিক কর্মী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২২ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২০

যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় কর্মরত জাতিসংঘের দুই শতাধিক কর্মীর দেহে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে সোমবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি অনুযায়ী সিরিয়ায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং হিউম্যানিটারিয়ান কোর্ডিনেটর ইমরান রাজার জাতিসংঘ সংস্থাগুলোর প্রধানদের চিঠি দিয়ে জানিয়েছেন, করোনায় আক্রান্ত এসব কর্মীকে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

সিরিয়ায় জাতিসংঘ প্রতিনিধি ইমরান চিঠিতে লিখেছেন, ‘জাতিসংঘ কর্মীদের মধ্যে দুই শতাধিক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা চলছে।’

গত দুই মাস ধরে সিরিয়ায় মহামারি কোভিড-১৯ এর প্রকোপ বাড়ার মধ্যে দেশটিতে জাতিসংঘের এত কর্মীর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর আসলো। সিরিয়ায় করোনার দ্রুত বিস্তার নিয়ে ইতোমধ্যে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, নিয়ন্ত্রণে আনতে হলে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া হালনাগাদ হিসাব অনুযায়ী, যুদ্ধ ও সংঘাত কবলিত সিরিয়ায় এ পর্যন্ত ৩ হাজার ১০০ জনের বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৪ জন মারা গেছেন। তবে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা কম না হলে এ সংখ্যা আরও অনেক বেড়ে যেত বলেই ধারণা।

এসএ