ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভার্জিন আটলান্টিকে আরও ১১৫০ কর্মী ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০

ব্রিটিশ বিমান পরিবহন সংস্থা ভার্জিন আটলান্টিক আরও ১ হাজার ১৫০ জন কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। ১২০ কোটি পাউন্ডের সরকারি উদ্ধার তহবিল শেষ হওয়ার পর আরও কর্মীকে চাকরিচ্যুত করার এই সিদ্ধান্ত আরও দেড় বছরের জন্য কোম্পানিটিকে বাঁচিয়ে রাখবে বলে জানিয়েছে বিবিসি।

চলতি বছরের শুরুতে অর্থাৎ করোনা প্রকোপ শুরুর আগে ভার্জিনে মোট কর্মী সংখ্যা ছিল ১০ হাজার। কিন্তু করোনার প্রভাব পড়তে শুরু করার পর কোম্পানিটি এর মধ্যে ৩ হাজার ৫০০ কর্মীকে ছাঁটাই করেছে। এখন নতুন করে আরও ১১৫০ কর্মীকে ছাঁটাই করলে তাদের মোট কর্মী সংখ্যা অর্ধেকে নেমে যাবে।

বিমান সংস্থাটি এ ঘোষণা দিয়ে জানিয়েছে, ব্যয় সংকোচনের মাধ্যমে কোম্পানিকে বাঁচিয়ে রাখার জন্য এর চেয়ে আর কোনো ভিন্ন পথ নেই তাদের কাছে। বলা হচ্ছে, ‘আকাশপথে ভ্রমণের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে না বাড়া পর্যন্ত ব্যয় সংকোচনের জন্য এ রকম নানা ধরনের পদক্ষেপ নিতে হবে আমাদেরকে।

আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় ফ্লাইট পরিচালনার মাধ্যমে মূলত সবচেয়ে বেশি আয় হয় বিমান সংস্থাটির। কিন্তু করোনার কারণে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিমান চলাচল বন্ধ। কোম্পানিটি জানিয়েছে, গত ছয় মাস ছিল ভার্জিন আটলান্টিকের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়। এই সংকট উত্তোরণ কবে হবে সেটাও অনিশ্চিত।

মহামারি করোনার লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর একটি বিমান পরিবহন খাত। এর মারাত্মক প্রভাব পড়েছে সরকারি-বেসরকারি বিমান সংস্থাগুলোতে। মহামারির প্রকোপ শুরুর পর থেকে ব্যায় সংকোচনের জন্য অনেক দেশের বিমান সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নেয়।

এসএ/জেআইএম