ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

একদিনে রেকর্ড ৪ শতাধিক অভিবাসীর ইংলিশ চ্যানেল পাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০

যুক্তরাজ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট নৌকায় চেপে একদিনে রেকর্ড চার শতাধিক অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশটির সীমান্তরক্ষীবাহিনী ২৭টি নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় শিশুসহ ৪০৯ জন অভিবাসীকে বাধা দিয়েছে। এছাড়া সীমান্তরক্ষীরা আরও কয়েকটি নৌযানে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন। এ সময় অভিবাসীদের সঙ্গে কিছু শিশু দেখা গেছে; যারা হাঁটতেও পারে না।

english-channel

বুধবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘যারা এভাবে ঝুঁকিপূর্ণ লোকজনকে শোষণ করবে তাদের জন্য লক্ষ্য এবং চুম্বক হয়ে উঠেছে যুক্তরাজ্য।’

এদিকে, ব্রিটিশ জলসীমায় পৌঁছানোর আগে উত্তাল সাগরে বিপদে পড়া আরও ৫৩ জনকে উদ্ধার করেছে ফরাসী কর্তৃপক্ষ।

এর আগে, মঙ্গলবার ১৮টি নৌকায় করে প্রায় ১৪৫ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বিপজ্জনক এই রুটকে অপরিবহনযোগ্য করার প্রতিশ্রুতি দিলেও চলতি মাসে ছোট নৌকায় করে এক হাজার ৪৬৮ জনের বেশি অভিবাসী চ্যানেলটি পাড়ি দিয়েছেন।

french

তবে ছোট নৌকায় করে কতসংখ্যক শিশু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে সেব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কোনও তথ্য দেননি। বুধবার হাউস অব কমন্সে ব্রিটিশ আইন ও বিচারবিষয়কমন্ত্রী ক্রিস ফিলপ বলেছেন, ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় দাবি করে যুক্তরাজ্যে আসা এক হাজার মানুষকে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছে সরকার। আইন মেনেই তাদের সেসব দেশে ফেরানো উচিত।

গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ছোট নৌকায় চেপে ৭ হাজার ৪০০ জনের বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।

এসআইএস/পিআর