ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে সংঘর্ষে নিহত ১১

প্রকাশিত: ১১:৫৩ এএম, ০১ নভেম্বর ২০১৫

পাকিস্তানে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। শনিবার সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় ভোট গ্রহণের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের উপ-মহাপরিদর্শক কামরান ফজল বলেন, ভোটগ্রহণের সময় দুই দলের গোলাগুলিতে ১১ জন নিহত হয়েছে। এ সংঘর্ষ পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য চ্যালেঞ্জ ও জাতীয় জোট গড়ে তুলতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন ক্রিকেট তারকা ইমরান খান।

একমাস আগে পাকিস্তানের আরো দুটি প্রদেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইমরান খান উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়ায় জয়ী হন। এছাড়া শরিফ ও তার জোট শরিকরা বেলুচিস্তানের পশ্চিম প্রদেশে জয়লাভ করেন। পাকিস্তানে এর আগে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল জেনারেল পারভেজ মোশাররফের অধীনে ২০০৫ সালে।

এসআইএস