ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কে এরদোয়ান শাসনের ভাগ্য নির্ধারণে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০১ নভেম্বর ২০১৫

এক দশকেরও বেশি সময় ধরে তুরস্কের ক্ষমতায় থাকা জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির ভাগ্য নির্ধারণী আজ। রোববার সকাল থেকে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল পর্যন্ত। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।।

এর আগে গত জুনে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারালে দেশটিতে প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। গত পাঁচ মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হচ্ছে। এরপরে দেশটিতে একটি কোয়ালিশন সরকার গঠনের উদ্যোগ নেয়া হলেও তা ব্যর্থ হয়।

নির্বাচনের কয়েক সপ্তাহ আগে তুরস্কে একটি শান্তি মিছিলে বোমা হামলার ঘটনা ঘটে। এছাড়া তুরস্কের পরিস্থিতি সাম্প্রতিক সময়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে পার্লামেন্ট নির্বাচনে দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে নির্বাচিত দলের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে, ক্ষমতাসীন এরদোয়ান নির্বাচনে তার দল বিজয়ী হলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার ইসতাম্বুলে তিনি বলেন, এ নির্বাচন স্থিতিশীলতা রক্ষা রক্ষা করবে। একইসঙ্গে তিনি যে কোনো ধরনের নির্বাচণী ফলাফল মেনে নেয়ার জন্য অাহ্বান জানান।

এসআইএস/এমএস