ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্রান্সে ফের সংক্রমণ, আরও ১৯ এলাকা ‘রেড জোন’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৭ আগস্ট ২০২০

ফ্রান্সে ফের মহামারি করোনাভাইরাসের সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ফলে প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স দেশজুড়ে নতুন করে আরও ১৯টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে। এ নিয়ে দ্বিতীয় দফায় দেশটিতে ‘রেড জোন’ ঘোষিত এলাকার সংখ্যা দাঁড়ালো ২১টিতে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর।

সিএনএন জানাচ্ছে, ফ্রান্সের দুই বৃহত্তম শহরকে— রাজধানী প্যারিস এবং মার্শেইলি— ইতোমধ্যে রেড জোন হিসেবে তালিকাভূক্ত করেছে সরকার। যার অর্থ হচ্ছে; এসব এলাকায় ভাইরাসটি এখনও সংক্রমণ ছড়াচ্ছে এবং প্রতি এক লাখে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে।

রেড জোন হিসেবে ঘোষণা করার কারণে কর্তৃপক্ষ এখন এসব এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করা ছাড়াও বার ও রেস্তোরাঁগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে পারবে। ইতোমধ্যে মার্শেইলি নগর কর্তৃপক্ষ অবশ্য ভাইরাসটির সংক্রমণ রোধে এসব পদক্ষেপ নেওয়া ছাড়াও বিধিনিষেধ জারি করেছে।

ক্যাস্টেক্স বৃহস্পতিবার নতুন করে আরও কিছু এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা দিয়ে বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমাদের দেশে পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতি লাখে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। ফলে রেড জোন হিসেবে ঘোষণা করে নানা বিধিনিষেধ আরোপের মাধ্যম সংক্রমণ রোধে এমন পদক্ষেপ।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমাদেরকে অবশ্যই সতর্কতার সঙ্গে চলতে হবে। আমরা আরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করছি। কিন্তু পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করেই সবকিছুর ব্যাখ্যা করা যাবে না। করোনা পজিটিভ মানুষের সংখ্যা বাড়ছে। মে মাসে লকডাউন প্রত্যাহারের পর পজিটিভের সংখ্যা ছিল ১ শতাংশ; যা এখন ৩.৭ শতাংশ।’

পরিস্থিতির আরও অবনতি হতে পারে জানিয়ে তিনি বলেন, সরকার এর জন্য প্রস্তুত রয়েছে। স্থানীয় কিংবা জাতীয়ভাবে ফের লকডাউনের পরিকল্পনাও করে রেখেছে সরকার। কিন্তু তিনি বলেছেন, লকডাউন না করে কীভাবে নতুন করে শুরু হওয়া এই সংক্রমণ রোধ করা যায় এর জন্য সম্ভাব্য সবকিছু করা হবে।

এসএ/এমকেএইচ